Header Ads Widget

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নেবে ৩২ নারী কর্মী, বেতন ৩০ হাজার

 


পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএর অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ৩২ জন মিডওয়াইফ নিয়োগের দেওয়া হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাতিষ্ঠানিক প্রসবসেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণকেন্দ্র (সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট) এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালীর ১৪টি নির্বাচিত ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে এসব নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে।

যেভাবে আবেদন


প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) বরাবর ই-মেইলে (jobsmidwifemchsfp@gmail.com) আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র করতে না পারলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে।




Post a Comment

0 Comments